প্রাক্তন রেল মন্ত্রী ও প্রদেশ সভাপতি অধীর চৌধীরি এবং রেলের DRM মিস্টার গোয়েল কে সঙ্গে নিয়ে নশিপুর রেল ব্রিজ পরিদর্শন করে অধীর চৌধুরী কি জানালেন শুনুন

 

নশীপুর আজিমগঞ্জ রেল ব্রিজের কাজ সম্পূর্ন হচ্ছে খুব তাড়াতাড়ি জানালো অধীর চৌধুরী, শনিবার মাহিনগর এলাকায় প্রাক্তন রেল মন্ত্রী ও প্রদেশ সভাপতি অধীর চৌধীরি এবং রেলের DRM মিস্টার গোয়েল কে সঙ্গে করে পরিদর্শন করেন, যে কারনে কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেটি জানার চেষ্টা করেন তারা, এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পরে, এলাকাবাসীরা জানায় তারা কাজ শুরু করতে দেবে, তাদের আর কোনো সমস্যা নেই, যারা চাকরি পাইনি তাদের খুব তাড়াতাড়ি চাকরি দেওয়া হবে বলে জানায় DRM সাহেব,

প্রসঙ্গত উল্লেক্ষ ১৯৯৫ সালে যে ব্রিজের স্বপ্ন দেখিয়ে ছিলেন এ আর খান মহাশয়, মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি, মাছ ধরার তগি দিয়ে গঙ্গার দুরুত্ব মেপে রেলকে জানিয়ে ছিলেন এই ব্রিজের গুরুত্বের কথা,২০০১ সালে সেই সময়ের রেল মন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় এই ব্রিজের অনুমোদন দেন, পরে ২০০৪ সালে ৩০ নভেম্বর ফাইনাল সার্ভে হয়, এই সালেরই ৩০ ডিসেম্বর ততকালিং রেল মন্ত্রী লালু প্রাসাদ যাদব নশীপুর ও আজিমগঞ্জের এই রেল ব্রিজের শিলান্যাস করেন,কাজ শুরু হয় ২০০৬ সালে,৪৬ কোটি টাকার প্রোজেক্টের রেল ব্রিজের কাজ শেষ হয়ে যায় খুব তারাতারি ২০১০ সালের মধ্যে রেল ব্রিজ দিয়ে ট্রেন চালানোর কথা বলেন। কিন্তু আজিমগঞ্জ মাহি নগড় এয়ালাকার ৭ একর(২১বিঘে) জমি নিয়ে শুরু হয় জটিলটা, প্রায় ৭৫ জন জমি দাতারা অধিক অর্থ ও রেলে চাকুরী দাবি করেন,এ আর খানের নেতৃতে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আন্দোলন শুরু করে, বোঝাতে শুরু করে গ্রাম বাসিদের, সেই সময়ে রেল মন্ত্রী অধীর চৌধূরিও বেশ কয়েকবার জমীদাতাদের সঙ্গে আলোচনায় বসেন, তার পর গত বছর আবাও কাজ শুরু হয়, চাকরি পেতে দেরি হচ্ছে এই অভিযোগে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেয়। গত সপ্তাহ থেকে রেলে চাকরির ফ্রম বিলি শুরু করেছে, এবার আর কাজের কোন বাঁধা রইল না, এই ব্রিজ দিয়ে ট্রেন চালু হলে জেলার রেলর মানচিত্র আমুল পরিবর্তন হবে শিয়ালদহ ও হাওড়ার মধ্যে এক যোগ সুত্র স্থাপন হবে, দিল্লি যাওয়া যাবে খুব সহজে, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মানুষদের উপকার হবে সবথেকে বেশি উপকার হবে দিল্লি যাওয়ার জন্য প্রায় ৩০০ কিলোমিটার রাস্তা কম যেতে হবে,

 

5243 COMMENTS