নিজস্ব সংবাদদাতা,মালদা,৯ই ডিসেম্বর :প্রেমিককে সাথে নিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন গৃহবধূ। ঘটনাটি ইংরেজবাজার থানার খাসখোল এলাকায়। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনার তদন্তে ইংরেজবাজার পুলিশ।
গ্রামবাসীরা জানান এলাকার গৃহবধূ পিঙ্কী মাঝি(২৬) প্রতিবেশী যুবক মিঠু মাঝির সাথে প্রণয় ঘটিত সম্পর্কে জড়িয়ে ছিলেন। পিঙ্কীর স্বামী পঞ্চা মাঝি ভিন রাজ্যে কাজ করেন। সেই কারনে মিঠুর যাতায়াত ছিল পিঙ্কীর বাড়িতে। আর দুইজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পিঙ্কী ও পঞ্চার ১২ বছর ও ৮ বছরের দুটি ছেলে রয়েছে। তবু মিঠুর সাথে প্রেমের সম্পর্ক হয়। সম্প্রতি এই সম্পর্কের কথা পিঙ্কীর স্বামী পঞ্চা জানতে পারেন। স্ত্রীকে এই পরকীয়াতে আপত্তিতে জানায় পঞ্চা। সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেন। এরপর পঞ্চা ভিন রাজ্যে ফিরে যান। আজ দীর্ঘক্ষন গৃহবধুর শোয়ার ঘরের দরজা না খুললে প্রতিবেশীরা ঘরের জানলা দিয়ে উকি দিলে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পারেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে।