নিজস্ব সংবাদদাতা,ফরাক্কা, ২৬শে নভেম্বর :মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজের উপর আপ রেল লাইনের উপর ফাটল দেখা গেল সোমবার। সোমবার সকাল ৯:১৫মিনিটে সিআই এস এফ মারফত ফরাক্কা ব্যারেজ উপর ৩নং গেটের উপর এই ফাটল দেখা যায়। ঘটনার জেরে তবে কোন দুর পাল্লা ট্রেন দাড়িয়ে নেই একটি মালগাড়ি আটকে আছে তবে দ্রুত গতিতে লাইন মেরামতির কাজ চলছে বলে জানান হয়েছে রেল দফতরের পক্ষ থেকে।