মালদা শহরের রেল কলোনি এলাকায় একটি ফাঁকা রেল কোয়াটার থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানা পুলিশ।
জানা গিয়েছে, সম্প্রতি ঝলঝলিয়া এলাকার রেল কলোনীতে ৩৭২নম্বর কোয়ার্টারটি দিপ্তেন্দু নস্কর নামে মালদা ডিজেল সেডের এক রেল কর্মীর নামে এর্লোট হয়। এদিন যখন তিনি কোর্টারটি হ্যান্ড ওভার নিতে যান সেই সময় ঘটনাটি তার নজরে আসে। মৃতদেহটি কোয়ার্টারের পেছনের জানলায় ঝুলন্ত অবস্থায় ছিলো। এরপরই তিনি গোটা বিষয়টি অন্যান্য রেল কর্মীদের জানালে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় কাউন্সিলর আর পি এফ ইংরেজবাজার থানার পুলিশ।
নরেন্দ্র নাথ তিওয়ারীর ধারনা এটা আত্মহত্যার ঘটনা নয়। এটি খুনের ঘটনা। স্বাভাবিক ভাবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।