গোপন সূত্রে খবর পেয়ে RPF-CIB টিম মালদা টাউন স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস এর S3 নাম্বার কোচে হানা দিয়ে দুই জন ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয় কুড়িটি ব্যাগ, ব্যাগ খুলতেই দেখা যায় ৪০ টি কচ্ছপ.একেকটি কচ্ছপের ওজন ১০ থেকে ২৫ কেজি বলে জানা গেছে
এদিন RPF-CIB টিম সূত্রে জানা যায় ধৃত ব্যক্তিদের নাম রাজু বয়স 25 ও বাবু বয়স 40 ধৃত দুই ব্যক্তির বাড়ি উত্তর প্রদেশের সুলতানপুর জেলার বাসিন্দা.ধৃত ব্যক্তিদের এদিন মালদা জেলা ফরেস্ট হাতে তুলে দেয় পাশাপাশি কচ্ছপগুলো ফরেস্টের হাতে তুলে দেয় বলে জানা গেছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সূত্রে। কোথা থেকে এই বিপুল পরিমানে কচ্ছোপ আনা হচ্ছিল তার তদন্ত সুরু হয়েছে