রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। মুম্বই থেকে হঠাৎ ফোন করেন তাঁর এক সুরকার বন্ধু সৌভিক। ফোন করেই সৌভিক বলেন, তাঁর সঙ্গে একজন কথা বলতে চান। তিনি বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়।
সূত্রের খবর, প্রথমেই জ্যাকলিন ফিরহাদ হাকিমকে বলেন, “নমস্তে দাদা, ক্যায়সে হে আপ।” উত্তরে ফিরহাদ বলেন, “আচ্ছা হু, আপ কায়সে হো।” জ্যাকলিন বলেন, “আচ্ছি হু।” এরপর তিনি আরও বলেন, “আপ মুঝে কলকাতা বুলাতে নেহি হো, ম্যায় কলকাতা আনা চাহতি হু। কোই প্রোগ্রাম কিজিয়ে, মে আয়ুঙ্গি আগার আপ ইনভাইট করেঙ্গে তো।”