জম্মু-কাশ্মীর- সোমবার সকাল থেকেই ফের গুলির লড়াইয়ে অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা । সূত্রের খবর, এদিন জাচালদারার ক্রুমহুরা গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করতেই শুরু হয় গুলির লড়াই। তবে এখনও ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
কাশ্মীর পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, সোমবার সকালে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালালে বেধে যায় সংঘর্ষ।
পুলিশ সূত্রে আরও খবর, সেনার কাছে আগে থেকেই খবর ছিল, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছে দুই জঙ্গি। এরপর সোমবার ভোরে গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল।
জানা গিয়েছে, এদিন তল্লাশি শুরু হতেই জঙ্গিরা সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত গুলির লড়াই থামেনি।
গত কয়েকমাস ধরেই একের পর এক জঙ্গি হানায় অশান্ত হয়ে উঠেছে উপত্যকা। সে কারণেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। সোমবারও গোপন সূত্রে খবর মিলতেই তল্লাশি চালাতেই শুরু হয়েছে গুলির লড়াই।
