ফের জাল নোট উদ্ধার সামসেরগঞ্জে

0
191

শুক্রবার সন্ধ্যেবেলায় সামসেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ডাকবাংলা মোড় থেকে 9 লক্ষ টাকা জাল নোটসহ গ্রেফতার মহ, এমজাদুল সেখ নামে এক বাক্তি। তার বাড়ি পার দেওনাপুর বৈষ্ণব নগর মালদা। পুলিশ সূত্রে জানা যায় বৈষ্ণব নগর থানা পুলিশ এর আগেও একিই কেসে গ্রেপ্তার করেছিল। ফের আবারো জাল নোট সহ গ্রেফতার হয় শামসের গঞ্জে। আজ তাকে জঙ্গিপুর কোর্টে তোলা হবে 10 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে জানান। মুর্শিদাবাদ জেলায় এখন পর্যন্ত 2018 সালে উদ্ধার হয়েছে 1 কোটি ১৪লক্ষ্য 28 হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলায় জাল নোটের কেশ হয়েছে ৫৮ তার মধ্যে 77 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে দাবি
দাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ডাকবাংল মোড় এলাকা থেকে ৯ লক্ষ টাকা জাল নোট সহ গ্রেপ্তার করে এক ব্যক্তিকে ধৃতের নাম মহম্মদ এমজাদুল সেখ আলিয়াজ আমজা। বাড়ি মালদায় বৈষ্ণব নগড় থানা এলাকায় বলে জানাগেছে। তার কাছ থেকে পাওয়া যায় ২ হাজার টাকার ৪৩৯ টা নোট ও ৫০০ টাকার ৪৪ টি নোট, নোট গুলি কোথা থেকে সে নিয়ে এসেছিল তদন্ত শুরু করেছে পুলিশ। আজ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ এক সাংবাদিক সন্মেলন করে এই কথা জানায়।