ফের ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হল একটি দেহ!

ফের ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হল একটি দেহ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কল্যানী- মঙ্গলবার ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি গাড়ির মধ্যে থেকে ট্রলি ব্যাগে থেকে এক যুবকের মৃতদেহ পাওয়া গেল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে।  ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদমের নাগেরবাজার থেকে দু’জন ব্যক্তি একটি  ক্যাব ভাড়া করেন।
এর পর, নিমতা দিয়ে মুড়াগাছা সেতু হয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অন্ধকার জায়গায় গাড়ির চালককে দাঁড় করাতে বলেন ওই দুই ব্যক্তি। ফাঁকা অন্ধকার জায়গায় দাঁড়াতে বলায় ক্যাব চালকের সন্দেহ হয়।

তিনি ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন। তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই ব্যক্তি। সেই সময়ে ঘোলা থানার টহলরত ভ্যান সেখান থেকে যাচ্ছিল। সেই ঝামেলা দেখে পুলিশ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তির মধ্যে এক জন পালিয়ে যান। অন্য ব্যক্তিকে পুলিশ ধরে ফেলে। তার পর তাঁকে জেরা করাতেই ট্রলি ব্যাগের মধ্যে মৃতদেহের কথা পুলিশকে জানান। এর পর গাড়ি খুলে তল্লাশি চালিয়ে গাড়ির ডিকিতে ওই ট্রলি ব্যাগ দেখতে পায় পুলিশ।

ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় তার ভিতরে একটি সেলোটেপ লাগানো বস্তা। সেটি খুলতেই দেখা যায় ভিতরে এক ব্যক্তির মৃতদেহ রাখা আছে। মৃতদেহের মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানা ও নাগেরবাজার থানার পুলিশ বাহিনী আসে। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ। কে বা কারা কেন ওই যুবককে খুন করেছে তা-ও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান এর আগে এ রকম ঘটনা এখানে ঘটেনি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top