নিজস্ব সংবাদদাতা,বহরমপুর,৯ই ডিসেম্বর :বঙ্গীয় মাহিষ্য সমিতির ৪৭তম নিখিলবঙ্গ মাহিষ্য সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুর জলসাঘর পেক্ষাগৃহে। রবিবার আয়োজিত এই সম্মেলনে মাহিস্য জাতীর উন্নয়ন কিভাবে করা যায় তা নিয়ে আলচনা করা হয়। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ননাম রায়, সম্পাদক সত্যবান দাস সহ বিভিন্ন জেলার প্রতিনিধি ও মুর্সিদাবাদের বিভিন্ন যায়গার সদস্যরা এই সম্মেলনে যোগ দেন।
বঙ্গীয় মাহিষ্য সমিতির ৪৭তম নিখিলবঙ্গ মাহিষ্য সম্মেলন
বঙ্গীয় মাহিষ্য সমিতির ৪৭তম নিখিলবঙ্গ মাহিষ্য সম্মেলন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram