বন্ধ রেলগেট, হেঁইয়ো জোয়ান বলে বাইক কাঁধে তুলে অনায়াসে লাইন পেরোলেন তরুণ!

বন্ধ রেলগেট, হেঁইয়ো জোয়ান বলে বাইক কাঁধে তুলে অনায়াসে লাইন পেরোলেন তরুণ!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল- রেল গেট বন্ধ । দুই দিকেই রেল লাইন পেরোনোর অপেক্ষায় যান বাহন। এতটুকু দেরি যেন সইছে না এক বাইক আরোহীর। বিন্দুমাত্র সময় নষ্ট করতে চান না তিনি। বন্ধ রেলগেট পেরিয়ে যাওয়ার জন্য শেষমেশ নিজের কাঁধেই তুলে নিলেন বাইক! ঘাড়ে বাইক তুলে ঝুঁকি নিয়ে পেরোলেন রেললাইন। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা অবশ্য সঠিকভাবে জানা যায়নি।



ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্ধ রেলওয়ে গেটের উপর দিয়ে এক ব্যক্তি বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ট্রেন চলাচলের কারণে বেশ কিছুক্ষণ গেট বন্ধ থাকার কারণে যেন তর সইছিল না যুবকের। গেট টপকে লাইন পার হতে গিয়ে আস্ত বাইককেই কাঁধে তুলে নিলেন তিনি। অবাক করা এই দৃশ্য দেখে কার্যত থ হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সময় বাঁচাতে এই ভাবে বিপদ ডেকে আনার বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।


‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়ো দেখে বাইক চালক নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই। প্রচুর মন্তব্য জমা হয়েছে ভি়ডিয়োয়। এক জন নেট মাধ্যম ব্যবহারকারী লিখেছেন ‘‘কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। রেলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’’ আবার অনেকে তাঁর ক্ষমতা নিয়ে আলোচনা করেছেন এবং অবাক হয়েছেন যে তিনি কী ভাবে সহজেই ভারী বাইকটি তুলে নিজের কাঁধে তুলে নিতে পেরেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top