বয়স্ক দম্পতি কে ট্রেন থেকে মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত টিকিট পরীক্ষকদের বিরুদ্ধে

ই টিকিট থাকলেও ছিলনা পরিচয় পত্রের প্রমাণ।তাই বয়স্ক দম্পতি কে টেন থেকে মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত টিকিট পরীক্ষকদের বিরুদ্ধে।শনিবার ঘটনাটি ঘটেছে শতাব্দি এক্সপ্রেসে।এদিন রাতে মালদা জিআরপি তে লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজ বাজার শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বঙ্কিম রায় ও তাঁর স্ত্রী সান্তা দেবী।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।কলকাতায় চোখের চিকিৎসা করাতে গিয়েছিলেন ওই দম্পতি।হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস সি কামরায় উঠেছিলেন তারা।সেই সময় টিকিট পরীক্ষক তাদের কাছে প্রমাণ পত্র দেখতে চান তারা সেই প্রমান পত্র দেখাতে পারেননি।তাই তাদের নামিয়ে দেওয়া হয়।বোলপুর স্টেশনে প্রায় দুই ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে ছিলেন তারা।পরবর্তীতে সরাইঘাট এক্সপ্রেস করে মালদা আসেন ওই দম্পতি।তারপরে অভিযোগ করা হয় রেল পুলিশের কাছে।একই সঙ্গে অভিযোগ করা হয় স্টেশন কর্তৃপক্ষকে।অভিযোগ সেই সময় ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় কর্তব্যরত সাংবাদিকদের।ঘটনায় তীব্র নিন্দা করেছেন যাত্রীরা।