বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুষ্টিগুন সম্পূর্ণ খাদ্যের প্রদর্শনীর মধ্যে দিয়ে জাতীয় পুষ্টি দিবস উদযাপন করলো, রানীনগর-১ ব্লক আই সি ডি এস কর্মী ও আধিকারিকরা। মঙ্গলবার ইসলামপুর নেতাজীপার্ক থেকে ব্লকের সমস্ত সেন্টারের ওয়ার্কার ও হেল্পার দের সমবেত করে, রঙীন ব্যনার ফ্লেক্স স শোভাযাত্রা নির্গত হয়।
কর্মীদের সাথে শোভাযাত্রায় পা মেলান প্রকল্প আধিকারিক অরিন্দম মন্ডল, ব্লক ফেসিলিটেটর কাজী আলি আফতাব, সুপারভাইজার মিত্রা দত্ত সহ অন্যানরা। ইসলামপুর পরিক্রমা শেষে শোভাযাত্রা শেষ হয় বাসস্ট্যন্ডের খাদ্য প্রদর্শনী তে।