নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ১৪ ই ডিসেম্বর :ফের এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মুর্শিদাবাদের বহরমপুরের মধুপুরের প্রপেসার পাড়া এলাকার ঘটনা। ঘটনায় আটক ৪ অভিযুক্ত
গৃহবধূর পরিবার সুত্রের জানা গিয়েছে প্রায় ৩ বছর আগে বহরমপুরের কাশিমবাজারের মনীন্দ্রনগরের বাশিন্দা অনিন্দিতা গোস্মারীর সাথে বিয়ে হয় বহরমপুরের মধুপুরের প্রপেসার পাড়া এলাকার বাসিন্দা অভিষেক ঘোষের। বিয়ের পর থেকেই গৃহবধূ অনিন্দিতা গোস্মারীর উপর শারীরিক ও মানসিক নির্জাতন করত স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা বলে অভিযোগ। এতো অশান্তি সত্তেও শ্বশুর বাড়িতেই থাকতো গৃহবধূ অনিন্দিতা গোস্মারী। শুক্রবার সকাল ১০টা নাগাদ শ্বশুর বাড়ি থেকে অনিন্দিতা গোস্মারীর বাবার বাড়িতে ফোন করে জানান হয়, তাঁদের মেয়ে অসুস্থ্য। পরিবারের সদস্যরা এসে দেখেন ঘরের ভেতরে খাটের উপর অনিন্দিতা গোস্মারীর মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনায় অনিন্দিতা গোস্মারীর বাবার বাড়ির পক্ষ থেকে স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে ৪ অভিযুক্তকে আটক করেছে পুলিশ।