যুদ্ধ বিমান কেনা নিয়ে কেন্দ্র সরকারের দূর্নিতি এই নিয়েই কংগ্রেসের পথ সভা ও জেলাশাসক কে ডেপূটেশন। আজ বহরমপুরের মুখ্য ডাক ঘরের সমনে কংগ্রেসের পক্ষ থেকে একটি পথ সভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অনুষ্ঠানে অধীর বাবু পেট্রল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকার কে আক্রমণ করেন, এছাড়াও রাজ্যে দাম এক টাকা কমা প্রসঙ্গকে তিনি বলেন কংগ্রেসের বন্ধের কারনেই দিদি এই দাম কমিয়েছেন। আরও কমানো উচিৎ ছিল তার। ক্লাব গুলিকে টাকা দেওয়া নিয়ে তিনি রাজ্য সরকারকেও আক্রমণ করেন।