বহরমপুর ও কান্দি শহরে ৪ টি পুজোর শুভ উদ্ধোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী

তৃতীয়ার সন্ধ্যায় মুর্শিদাবাদের বহরমপুর ও কান্দি শহরে ৪ টি পুজোর শুভ উদ্ধোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার সন্ধ্যায় প্রথমে বহরমপুরে ভট্টাচার্য পাড়া দুর্গাপুজো কমেটির পুজোর উদ্বোধন করলেন রাজ্য পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী,ভট্টাচার্য পাড়া দুর্গাপুজো কমেটির এই বারের পুজো ৭৯বছরের পড়ল। তাদের মেয়ে উমাকে এবার ২৫কেজি সোনার গহনায় সজ্জিত করা হয়েছে। প্রতিমার উচ্চতা ২৬ফুট, চওড়ায় ৩৫ফুট, এদিনের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলার তথা তৃণমূলের বহরমপুর টাউন সভাপতি নাড়ু গোপাল মুখার্জী, বহরমপুর পৌরসভার পৌরপিতা, সহ শহরের তৃণমূল কর্মীরা।

 

বহরমপুরের পর জেলার কান্দি ছাতিনাকান্দি মঠতলা সার্বজনীন দূর্গাপূজা উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় তৃতীয়া পূর্ন্য তিথিতে দুর্গাপূজো উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক তথা পৌরসভা চেয়ারম্যান অপুর্ব সরকার, পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা পৌর কাউন্সিলর গৌতম রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা

পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি অরবিন্দ স্পোর্টিং ক্লাব ৩৭তম বর্ষের ওঁ শান্তি থিম দুর্গাপূজো উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সদস্য তথা কংগ্রেস বিধায়ক এবং চেয়ারম্যান অপূর্ব সরকার, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মুসারফ হোসেন পৌর কাউন্সিলর গৌতম রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা । ৩৭তম বর্ষে এবছর বিশেষ থিম ওঁ শান্তি। সর্ব ধর্ম সমন্বয়ে এই পূজো মন্ডপ ফুটিয়ে তোলা হয়েছে।

এরপর কান্দি ইন্দিরাজি স্পোর্টিং ক্লাব দুর্গাপূজো উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় তৃতীয়া পূর্ন্য তিথিতে দুর্গাপূজো উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, পৌরসভা কাউন্সিলর গৌতম রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা ।