বহরমপুর বালি পাথর লোড আনলোড শ্রমিক উনিয়নের কয়েকশো কর্মী বুধবার সিটু ছেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । বুধবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা সহ সভাপতি আশোক দাসের হাত থেকে তারা তৃণমূলের পতাকা তুলে নেন l ৩৪ নম্বর জাতীয় সড়ক বিদ্যাসাগর শিশু উদ্যান পার্কে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকশো তৃণমূল কর্মী। এদিন নতুন করে তাদের পার্টি অফিসেরও উদ্বোধন করা হয় ।