নিজস্ব সংবাদদাতা,বহরমপুর ,১১ই ডিসেম্বর :বহরমপুর মহকুমা সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার সূচনা করলেন রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি এবং উপোভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী সাধন পান্ডে।
মঙ্গলবার বহরমপুর ব্যারাকস্কোয়ার ময়দানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলার সুচনা করা হয়। এদিন উদ্বোধনী পর্বে মন্ত্রী সাধন পান্ডে ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জেলা শাসক পি উল্গানাথন, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন, বহরমপুরের বিডিও রাজশ্রী নাথ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এদিন অনুষ্ঠানে মন্ত্রী সাধন পান্ডে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় গ্রাম বাংলার ছেলে মেয়েদের জন্য মুক্তিধারা প্রকল্প চালু করেছেন যাতে তারা নিজেদের মতো করে রোজগার করতে পারে, আর তাঁর জন্য সরকারের পক্ষ থেকে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।