নিজস্ব সংবাদদাতা,বহরমপুর , ৬ই ডিসেম্বর :সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা ঐক্যর শ্বার্থে সংহতি দিবস পালন করতে বহরমপুর শহর জুড়ে পদযাত্রায় সামিল হল মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব।
যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জীর নির্দেশ মেনে ও মুর্শিদাবাদ জেলা যুব সভাপতি আমিনুল ইসলামের উদ্যোগে বৃহস্পতিবার সংহতি দিবস পালন করা হয়। এদিন দুপুরে সংহতি দিবস উপলক্ষে একটি পদজাত্রার আয়োজন করা হয় বহরমপুর শহর জুড়ে। এই পদযাত্রা থেকে সাধারন মানুষকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। মিছিলে পা মেলান যুব তৃণমুল জেলা সভাপতি আমিনুল ইসলাম, ডোমকলের পৌরপিতা সৌমিক হোসেন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বীষ্মদেব কর্মকার সহ জেলা যুব তৃণমূল নেতৃত্ব ও বহু সদস্য।