বহুতলের ছ’ তলা থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর!

বহুতলের ছ’ তলা থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – অফিসে গিয়েছিলেন অন্যান্য দিনের মতোই। চলছিল কাজও। মধ্যাহ্নভোজের বিরতির পর, সহকর্মীদের অজ্ঞাতে আচমকা বহুতলের ছ’ তলা থেকে ঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর।  খাস কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনায় তোলপাড়। উঠছে একাধিক প্রশ্ন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কর্মীর নাম দ্বৈপায়ন ভটাচার্য।বয়স আনুমানিক ৪০। পুলিশ সূত্রে খবর, নিউ টাউন অ্যাকশন এরিয়া-১ এলাকার ইউনিটেক বিল্ডিংয়ের ছ’ তলা থেকে দ্বৈপায়ন ঝাঁপ দেন। সহকর্মী, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে বাকি সবকিছু অন্যান্যদিনের মতোই ছিল। কাজকর্মও করছিলেন ঠিকভাবে।


দ্বৈপায়নকে উদ্ধার করে তৎক্ষণাৎ নিউটাউনের একটি হাসপাতালে নিয়ে যয়ায়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখানেই ভর্তি রয়েছেন তিনি। চলছে চিকিৎসা। পুলিশ ঘটনার পরেই দ্বৈপায়নের পরিবারেও খবর দেয়। তবে দ্বৈপায়ন কেন আচমকা অফিসের বহুতল থেকে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই মারণ ঝাঁপের পিছনে কারণ কী? তা জানা যায়নি এখনও। সূত্রের খবর, পুলিশ তাঁর অফিসের বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top