বাঁচালে গাছ বাচবে প্রাণ গাই সবুজ জয়গান এই স্লোগান নিয়ে পালন করলো বনমহোৎসব নদীয়া মুর্শিদাবাদ বন বিভাগ

 

বাঁচালে গাছ বাচবে প্রাণ গাই সবুজ জয়গান এই স্লোগান নিয়ে পালন করলো বনমহোৎসব নদীয়া মুর্শিদাবাদ বন বিভাগ। মঙ্গলবার সকাল ৯ টায় বহরমপুরে ফরেস্ট রেঞ্জ অফিস থেকে পদযাত্রা করে শহরে বেশ কিছু রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা শেষ হয়। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও ফরেস্ট রেঞ্জ অফিস আধিকারিরা সহ বহরমপুরে এস ডি ও দিব্যনারায়ণ চট্টোপাধ্যায়ও এই পদযাত্রায় অংশগ্রহন করেন l