বাংলাতেই রয়েছে এমন এক গ্রাম,যে গ্রাম ‘ময়ূর গ্রাম’ নামেও খ্যাত

কখনও গ্রামের রাস্তায়, কখনও বাড়ির ছাদে, আবার কখনও বা গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে ময়ূর— এমন দৃশ্য কার না ভাল লাগবে! লালমোহনবাবুর ভাষায় ‘ন্যাশনাল বার্ড’ বলে কথা!
তবে তা সুদূর রাজস্থান নয়, বাংলাতেই রয়েছে এমন এক গ্রাম। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বাদুলিয়া। যে গ্রাম ‘ময়ূর গ্রাম’ নামেও খ্যাত।