ভারত বাংলাদেশ সীমান্তে হাই এলার্ট। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জোড়াবাগান এলাকায় ভারতীয় জাল নোট তৈরীর কারখানার হদিস। উদ্ধার ১কোটি জাল ভারতীয় টাকা। গ্রেপ্তার রুবেল হোসেন নামে এক যুবক।ভারতীয় কেন্দ্রীয় গোয়ান্দা দপ্তরের রিপোর্টের তথ্য নিয়ে বাংলাদেশের রাপির্ড অ্যাকশন বাহিনীর অভিযান। তারপর এই সাফল্য। এই কারখানা আরো বেশ কয়েকজন যুবক যুক্ত। অভিযানের সময় তারা পালিয়ে গেছে। তাদের খোঁজ করছে বাংলাদেশের রাপিড বাহিনী। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে। বাংলাদেশের রাপিড বাহিনীর সতর্কবার্তা পেয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছ বিএসএফ। জারি হয়েছে হাই এলার্ট।