নিজস্ব সংবাদদাতা,কান্দি, ১৫ নভেম্বর: কেন্দ্রীয় সরকারের নেহেরু যুব কল্যান দফতরের উদ্যোগে “সংকল্প সে সিদ্ধি” নামক একটি একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠানে যোগদান করতে এসে মুর্শিদাবাদের কান্দি বাজারে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে এসে বাংলার নাম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী । বৃহস্পতিবার সকালে অধীর চৌধুরী বাংলার নাম পরিবর্তন প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গ নাম পরিবর্তন জন্য দীর্ঘদিন ধরে কখনও বাম সরকার বা কখনও তৃণমূল সরকার প্রচেষ্টা করছে। তবে নানা কারনে এই নাম আটকে যাচ্ছে, এখন বাংলা নাম যখন করা হচ্ছে পাশে বাংলাদেশ, বাংলা ও বাংলাদেশের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে কারন তাতে বাংলাদেশ সরকারের নাকি আপত্তি আছে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কেও চেনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সাথে কথা বলতেও পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সাথে মুখ্যমন্ত্রী সাথে ভালো সম্পর্ক এত ভালো সম্পর্ক তখন মুখ্যমন্ত্রী নিজে গিয়ে উদ্যোগ গ্রহণ নিয়ে দিল্লি গিয়ে আলোচনা করুন। দিল্লি গিয়ে অনশনে বসুন দরকার হলে আমরাও অনশনে বসব মুখ্যমন্ত্রী সাথে, রাজনাথ সিং সাথে এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও নাম পরিবর্তন করতে এত অসুবিধা হচ্ছে কেন। দিদি এটা নিয়ে রাজনীতি না করে বাংলার মুখ্যমন্ত্রী নতুন একটা হাওয়া তুলেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী বাঙালিদের জন্য। আসাম থেকে এই বাংলা তিনি একটা হাওয়া তুলেছেন। নরেন্দ্র মোদী যেমন গুজরাটের আস্মিতা তুলে ভোট করেন গুজরাটী ভাবাবেগ কে পুঁজি করে ভোট তোলেন বাংলার মুখ্যমন্ত্রী মোদী কে নকল করে এই বাংলায় বাঙালি ভাবাবেগ কে জাগিয়ে তুলে তিনি ভোটের বাক্স স্ফিত করতে চাইছেন তাই যতদিন না ভোট হবে ততদিন বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জন্য প্রান পাত করবেন বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী ।
বাংলার নাম পরিবর্তন ইস্যুতে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ অধীরের
বাংলার নাম পরিবর্তন ইস্যুতে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ অধীরের
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram