বাঙালি-কন্যা সুস্মিতা সেনকে যেন এবার টেক্কা দিলেন  নোরা ফতেহি

 

বাঙালি-কন্যা সুস্মিতা সেনকে যেন এবার টেক্কা দিলেন  নোরা ফতেহি। সুস্মিতা সেন এবং সঞ্জয় কাপুর অভিনীত ‘সিরফ তুম’-এর ‘দিলবর’ গানকে সম্প্রতি নতুনভাবে নিয়ে আসা হয় ‘সত্যমেব জয়তে’-তে। আর সেখানেই ওই গানে কোমর দোলাতে দেখা যায় বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী নোরা ফতেহিকে। নোরার সঙ্গে ওই গানে স্ক্রিন শেয়ার করেছেন জন আব্রাহাম।তবে নোরা ফতেহির বেলি ডান্স দিয়ে ‘দিলবর’-কে নতুনভাবে প্রকাশ করায় ফিল্ম ক্রিটিকদের অনেকেই না-খুশ। তাঁদের কথায়, পুরনো গানকে নতুন করে সাজিয়ে গুছিয়ে সিনেমায় উপস্থাপন করা এবার বন্ধ করতে হবে বলেও দাবি করেছেন কেউ কেউ।