নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৪শে নভেম্বর :বাড়ির অমতে বিয়ে করা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ। বিবাদ ঘিরে রণক্ষেত্র মালদার মানিকচক এর নিরঞ্জন পুর গ্রাম। ঘটনায় জখম ৩ জন। মানিকচক থানায় ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
স্থানীয় সূত্রে জানা যায় মানিকচকের যুবক চৈতন্য মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল রতুয়া থানার গ্রামের বাসিন্দা মনা মন্ডলের। বিষয়টি দুটি পরিবারের লোকজন ও জানতে পারেন সম্প্রতি। চৈতন্যর বাড়িতে বিয়েতে রাজি হলেও বাদসাজে মেয়ের বাড়ির পরিবার। এর ফলে বাড়িতে না জানিয়ে পালিয়ে বিয়ে করে নেয় ওই যুগল। বিষয়টি মেনে নিতে পারেননি কনের পরিবারের লোকজন। আজ সকালে মেয়েকে ফেরত আনতে চৈতন্যর বাড়িতে যায় কনের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। সেই সময়ই মনাকে বাড়িতে না পেয়ে চৈতন্য পরিবারের লোকের ওপর হামলা চালায় মনার বাড়ির লোকেরা বলে অভিযোগ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। ঘটনায় ৩ জন জখম হয়েছেন। পুরো ঘটনা লিখিত অভিযোগ দায়ের হয়েছে মানিকচক থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।