বাড়ির বাথরুম থেকে অগ্নিদগ্ধ অবস্থায় কিশোরীকে উদ্ধার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু কিশোরী র। ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার ভবানীপুর গ্রামে।মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে মৃত কিশোরীর নাম পূজা সাহা। বুধবার বিকেলে তার মা অনিতা সাহা চাচোল হাটে বাজার করতে গেছিলেন। সেই সময়ে বাড়িতে ছিলেন ওই কিশোরী ও তার বাবা। দুপুরে খাওয়া দাওয়ার পর কিশোরীর বাবা সুকুমার সাহা ঘুমোতে যান। কিছুক্ষণ পরেই পোড়া গন্ধ পান তিনি। বাইরে বেরিয়ে দেখেন বাথরুম থেকে ধোঁয়া বেরোচ্ছে। মেয়ে কে দেখতে না পরে বাথরুমের দরজা ভেঙ্গে ঢুকেন তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় মেয়েকে উদ্ধার করে প্রথমে চাচল হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মালদা নিয়ে আসার পথেই মৃত্যু হয় ওই কিশোরী। মাত্র 13 বছরের ওই বালিকা কিভাবে নিজের গায়ে আগুন দিলেন এই প্রশ্ন ঘিরেই বাড়ছে রহস্য । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি এই ঘটনায় কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। যদিও মৃত্যুর কারণ নিয়ে কিছুই জানেন না বলে দাবি মৃতার বাবা মার।