বাড়ির সানসেড তৈরিকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসার জেরে কান কাটা গেল এক প্রতিবেশীর

বাড়ির সানসেড তৈরিকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসা, আর এর জেরেই সংঘর্ষ। লোহার রড দিয়ে এক প্রতিবেশী আরেক প্রতিবেশী কে আঘাত । এর জেরে কান কাটা গেল এক প্রতিবেশীর । মালদা থানার সন্ন্যাস দিঘি গ্রামের ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।
সুত্রের খবর গ্রামের বাসিন্দা স্বপন সাহা তার নিজের বাড়িতে একটি সানসেড তৈরি করছিলেন। প্রতিবেশী আপত্তি করে এই সানসেড তৈরি নিয়ে। অনিলের অভিযোগ ওই সেড তৈরি করলে তার বাড়িতে জল ঢুকে যাবে। এই নিয়ে অনিল সাহা প্রতিবাদ করে। যার জেরে উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যা কিছুক্ষণের মধ্যে সংঘর্ষের আকার ধারণ করে। অনিল সাহার অভিযোগ স্বপন দলবল নিয়ে তাঁর ওপর চড়াও হয় তাকে বেধড়ক মারধর করে যার জেরে তার ডান কান কাটা যায়। গ্রামবাসীরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে গ্রামবাসীরা প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার কানে আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় স্বপন সাহা সহ তিনজনের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।