যত ভোটের দিন এগিয়ে আসছে বারাকপুর লোকসভায় একে অপরের বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি সম্ভাব্য প্রার্থী অর্জুন সিং। আজ সকালে অর্জুন সিং বলেন সন্দেশখালির শিবু হাজরা সন্দেশখালি থেকে নৈহাটিতে এসে জমি কিনছে। সেই জমিতে ব্যবসা করছে আর সমস্ত দায়িত্ব বালু মল্লিক আর পার্থ ভৌমিক এর ছিল। বালি বউ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে জেলে চলে গেলেন । এদিকে যখন শিবু হাজার এনকোয়ারি চলছে, গতকাল পার্থ ভৌমিক বলেছিলেন প্রমাণ দিতে পারলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। এই প্রসঙ্গে অর্জুন বলেন উনি কি রোজজদার বাড়ি জমিকরেন নৈহাটিতে এত সম্পত্তি সোদপুরে ফ্ল্যাট আরো ৬০ বিঘা সম্পত্তির দলিল এসেছে আমার কাছে। উনার কি এমন রোজগার আছে পাঁচখানা পেট্রোল পাম্পের মালিক। সব তদন্ত হবে আস্তে আস্তে সব বেরোবে। ভালো সেজে থাকলে ভালো হওয়া যায় না। সোমনাথ শ্যাম বার বার অর্জুন সিং এর হলুদ ফাইলের কথা বলছিলেন সে প্রসঙ্গে অর্জুন সিং বলেন আমি এতদিন ওই দলে ছিলাম তলে থেকে ফাইল বের করছিলাম না ওর ফাইল এবার বের করব
Home উত্তর ২৪ পরগনা বারাকপুর লোকসভায় একে অপরের বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি...