বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করলো শান্তিনিকেতন থানার পুলিশ। ট্রাক্টর ছেড়ে পালাতে গেলে চালকদের বেধড়ক মারধর করে পুলিশ। দুজনকে গ্রেফতার করা হয়েছে বেশ কিছু দিন থেকেই বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল বীরভূম জেলা পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বালিও আটক করা হয়েছে। তার পরও হুঁশ ফেরেনি বালি মাফিয়াদের। সকালের আলো ফোটার আগেই বিভিন্ন নদী থেকে বালি পাচার চলছিল। শান্তিনিকেতন থানার রুপপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাল নদী থেকে একইভাবে বালি পাচার চলছিল। গ্রামবাসীদের অভিযোগ বালি মাফিয়ারা নদীর মাঝ থেকে বালি তো তুলছেই। নদীর পাড় কেটে মাটিও চুরি করে নিয়ে যাচ্ছে। সোমবার ভোরের দিকে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক আদিত্য বড়ুয়ার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রুপপুর গ্রামে বালি মাফিয়াদের ধরতে অভিযান চালায়। পুলিশের সামনেই তিনটি ট্রাক্টরে বালি বোঝাই করে নিয়ে যাচ্ছিল বালি মাফিয়ারা। পুলিশ তাদের গাড়ি আটকায়। পুলিশকে দেখে চালকরা পালানোর চেষ্টা করলে পুলিশ ছুটে গিয়ে তাদের ধরে বেধড়ক মারধর করে। এরপর দুজনকে গ্রেফতার করে। গাড়ি সমেত বালি বাজেয়াপ্ত করা হয়েছে।