বাসন্তী থেকে উদ্ধার প্রচুর তাজা বোমাI বাসন্তীর ভাঙ্গনখালি এলাকা থেকে শনিবার সকালে উদ্ধার হয় তিন ব্যাগ তাজা বোমা I শনিবার সকালে স্থানীয় মানুষজন দেখতে পান ভাঙ্গনখালি বাজারে একটি দোকানের পিছনে তিনটি ব্যাগে প্রচুর তাজা বোমা রয়েছেI এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় I স্থানীয়রাই এ বিষয়ে বাসন্তী থানায় খবর দিলে শিমুলতলা ক্যাম্পের পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায় I তবে কে বা কারা এই জনবহুল এলাকায় এই বোমা রেখে গেলো তা ক্ষতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ I এই ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন Iঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশI