বাড়ি তৈরী করাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে দম্পতিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। আহত দম্পতি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ৯নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত দম্পতির নাম গণেশ সাহা ও পিঙ্কি সাহা। তারা জানায় তাদের বাড়ি তৈরী নিয়ে প্রতিবেশী লাল্টু সাহার সঙ্গে একটা পুরনো বিবাদ চলছিলো। এদিন বাড়ির সামনের রাস্তায় ওই দম্পতি দোকানের জিনিস তৈরী করছিল। সেই সময় হঠাৎ লাল্টু তাদের সঙ্গে বচসা শুরু করে। সেই বচসা চরম আকার নিলে লাল্টু দলবল নিয়ে গণেশের ওপর চরাও হয় ও মারধর শুরু করে। ঘটনা দেখতে পেয়ে স্ত্রী পিঙ্কি বাঁচাতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। তাদের চিৎকারে প্রতিবেশীদের তৎপরতায় তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।