বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর

বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শশানী এলাকায়। মৃত ব্যাক্তির নাম হৃদয় ঘোষ। রবিবার ভোর রাতে ফেন্সিডিল কাপসিরাফ নিয়ে সীমান্ত দিয়ে পাচার করছিলো। সেই সময় এই ঘটনাটি ঘটে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে এদিন ভোর রাতে বেশ কয়েকজন চোরাচালানকারী মালদার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতার দিয়ে ফেনসিডিল পাচার করছিল। সেই সময় ২৪ নম্বর ব্যাটালিয়নের প্রহরারত জওয়ানরা ঘটনা দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাচালানকারীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। সেই সময় চোরাচালানকারীদের আক্রমণে তিনজন বিএসএফ জওয়ান আহত হয়। এরপর পাল্টা বিএসএফ ওই চোরাচালানকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। হৃদয় ঘোষ নামে এক চোরাচালানকারী বুকে গুলি লাগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিরা সীমান্ত থেকে পালিয়ে যায়। সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় ১৭৫ বোতল মাদক কাফ সিরাপ ফেনসিডিল। বাকি পাচারকারীদের খোজে তল্লাশি শুরু করেছে বিএসএফ ও পুলিশ। গোটা ঘটনার তদন্ত শরু হয়েছে।