কলকাতা – ১৫ তারিখের বিকাশ ভবন অভিযানের ঘটনাকে কেন্দ্র করে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল ও সুদীপ কোনার সহ অন্যান্যদের বিরুদ্ধে। এই মামলার পরিপ্রেক্ষিতেই বুধবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ ইন্দ্রজিৎ মণ্ডল পৌঁছান বিধাননগর উত্তর থানায়।অভিযোগ, বিকাশ ভবন অভিযানের দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেই কারণে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে পুলিশ। বিধাননগর নর্থ থানায় তাঁকে তলব করা হয়।তবে থানায় প্রবেশের আগে স্পষ্ট ভাষায় আন্দোলন নিয়ে নিজের অবস্থান জানিয়ে দেন ইন্দ্রজিৎ। তিনি বলেন, “মামলা দিয়ে আন্দোলন থামানো যাবে না। চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকব। আগামী দিনেও এই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকব।”আন্দোলন দমন করার উদ্দেশ্যেই প্রশাসন বারবার মামলার আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে যেকোনও পরিস্থিতিতেও আন্দোলনের পথ থেকে সরবেন না বলে জানান।
