বিজয়ার সকালে শুভেচ্ছা বার্তা মোদী মমতার

চলে এসেছে মায়ের যাওয়ার পালা। এবার অপেক্ষা একটা বছরের। তাই মন খারাপ আট থেকে আশি সকলের। আর এই বিদায়ের বিষাদের মধ্যে সকাল সকাল এল শুভেচ্ছার ঢল। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছার আদান প্রদান। শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেক শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও। বিজয় দশমীর শুভেচ্ছা জানানোর জন্য সমাজ মাধ্যমকেই বেছে নিয়েছেন প্রত্যেকে। মঙ্গলবার সকাল ৮টা থেকেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে নিজেদের অফিসিয়াল পেজ থেকে শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে দুর্গাপুজোর দশমীর সবার প্রথম শুভেচ্ছাবার্তাটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসেনি।

আরও পড়ুন:

মঙ্গলবার সকাল ৮টায় বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মমতা। এর পর ঠিক সকাল ৯টায় দশেরার শুভেচ্ছাবার্তা এবং সকাল ১০টায় দশাইনের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় অসুর নিধনের যে বিজয়োৎসব, সেই বিজয় দশমীকে দেশ জুড়ে দশেরা হিসাবেই পালন করা হয়। রাম-রাবনের যুদ্ধে রাবনের পরাজয়ের উৎসব এই দিন। মন্দের উপর ভালর বিজয়। আবার নেপালীরা বা ভারতের গোর্খা সম্প্রদায় এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটিকে পালন করা হয় দশাইন নামে। বাংলার মুখ্যমন্ত্রী এই তিন উৎসবেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। দশেরা এবং দশাইনের শুভেচ্ছা বার্তায় দুষ্টের পরাজয়ের এবং শিষ্টের উত্তরণের বার্তা দিয়েছেন তিনি। তবে বিজয় দশমীর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘‘আবার এসো মা।’’

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য আলাদা আলাদা ভাবে শুভেচ্ছাবার্তা দেননি। সকাল ৮টা ১৭ মিনিটে তাঁর এক্স পেজ থেকে তিনি বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন হিন্দি ভাষায়। তবে মোদীও মন্দের উপর ভালর জয়ের বার্তা দিয়েছেন। মোদী লিখেছেন, ‘‘দেশ জুড়ে আমার পরিবারের সমস্ত সদস্যদের আমি বিজয় দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ বিজয় দশমী।’’

তবে এঁদের মধ্যে সবার প্রথম বিজয় দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকাল ৭টা ৪২ মিনিটে তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তাঁর শুভেচ্ছা বার্তাটি। শাহ লিখেছেন, ‘‘বিজয়দশমী আমাদের মনে করায় অন্ধকার যতই গাঢ় হোক সত্যের আলোর উন্মোচন হবেই। আশা করি ভগবান রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে।’’

বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও বিজয় দশমী এবং দশেরার জোড়া শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তবে এক্স হ্যান্ডলে তিনি দু’টি শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন মঙ্গলবার সকাল ৯টা ৪২ এবং ৯টা ৫০ মিনিটে। প্রথমে বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়ে তার পর দশেরার শুভেচ্ছা জানিয়েছেন বাংলার রাজ্যপাল। বাংলার মানুষকে রাজ্যপাল লিখেছেন, ‘‘মা দুর্গা যেন আমাদের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি দেন।’’ দশেরার শুভেচ্ছায় রাজ্যপাল বোস লেখেন, ‘‘রামের আশীর্বাদ আমাদের জীবনকে আনন্দময় করে তুলুক।’’

বিজয়ার সকালে শুভেচ্ছা বার্তা মোদী মমতার