পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা সৃষ্টি করার অভিযোগে বিজেপির ২৫জন কর্মীকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। শুক্রবার তাদের মালদা আদালতে তোলা হয়।
প্রসঙ্গত বৃহস্পতিবার পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা ব্যাপক ইটপাটকেল ছোড়ে। ফাটানো হয় বোমা। আল্টা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে। ছোড়া হয় টিয়ার গ্যাস। এই ঘটনায় ২৫ জন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এদিন তাদের আদালতে তোলা হয়।
এদিন সকাল থেকেই বিজেপি কর্মীরা মালদা জেলা আদালত চত্বরে জমায়েত করতে থাকে। টান টান উত্তেজনার মধ্যে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের আদালতে পুলিশ।
বিজেপির রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায় চৌধুরী বলেন তৃণমূলের রাজত্ব চলছে। যে পুলিশ তাদের অঙ্গুলিহেলনে আমাদের মিথ্যে মামলায় গ্রেফতার করেছে। তারাও এই রাজ্যে সুরক্ষিত নয়। কেউই এই রাজ্যে সুরক্ষিত নয়।