বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মালদহের ইংরেজবাজার থানা এলাকা

বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মালদহের ইংরেজবাজার থানা এলাকা৷ ইংরেজবাজারের অমৃতি গোকুলনগর গ্রামে এই ঘটনা ঘটে৷ ঘটনায় আহত হয়েছেন চারজন বিজেপি কর্মী৷ এরমধ্যে একজন মহিলাও রয়েছেন৷ অভিযোগের আঙুল তৃণমূলের দিকে৷ তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে৷
অভিযোগ, পুজো উপলক্ষ্যে বুধবার তৃণমূলের লোকজন এলাকায় চাঁদা তুলছিল৷ গাড়ি আটকে চলছিল চাঁদা তোলা৷ বেআইনিভাবে চাঁদা তোলার অভিযোগে এক যুবককে আটকও করে পুলিশ৷ কিন্তু তৃণমূল পাল্টা অভিযোগ তোলে বিজেপির লোকজন চাঁদা তুলছিল৷ এই নিয়েই গণ্ডগোলের সূচনা৷

অভিযোগ, এরপরই বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা৷ ঘটনায় এক মহিলা-সহ চারজন বিজেপি কর্মী আহত হয়েছেন। আহতদের নাম স্বপন মণ্ডল, মনোজ মণ্ডল, জীতেন মণ্ডল ও রেনু কর্মকার। প্রত্যেকেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তৃণমূলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি দুলাল সরকার বলেন, ‘‘বিজেপি মিথ্যা প্রচার করছে৷ পঞ্চায়েতে খারাপ ফলাফল হওয়ায় ওরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে এসব বলছে৷ যা করছে তা ঠিক নয়৷ জেলা প্রশাসনকে বলব ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে৷’’