নিজস্ব সংবাদদাতা,বহরমপুর ,১১ই ডিসেম্বর :দেশের ৫ রাজ্যে কংগ্রেস অভূতপুর্ন ফল করাতেই বিজয়উল্লাসে মেতে উঠল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে বহরমপুরে কংগ্রেসের জেলা কার্জালয়ের সামনে বাজি ফাটিয়ে এবং আবির খেলার মধ্যে দিয়ে উৎসব পালন করে কংগ্রেস নেতা কর্মীরা। এদিন বিজয়উল্লাসে সামিল ছিলেন রানীনগরের বিধায়ক ফিরোজা বেগম, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন মনোজ চক্রবর্তী বলেন এই নির্বাচন সেমিফাইনাল নয়, এটিই ফাইনাল। আগামী লোকসভায় প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী এবং অধীর চৌধুরী হবে মন্ত্রী
বিজয়উল্লাসে মেতে উঠল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব
বিজয়উল্লাসে মেতে উঠল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram