উত্তর প্রদেশ ও বিহারে ব্যাপক বৃষ্টি হওয়ায় আগামী দিনে ভয়ংকর বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে মালদা জেলাবাসী। বাড়ছে জেলার মূল তিনটি নদী গঙ্গা,মহানন্দা ফুলহার নদীর জল। বিপদসীমার কাছাকাছি বইছে গঙ্গা,মহানন্দা ও ফুলহার নদী। যদিও সেচ দপ্তরের দাবি পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।গতবছর ভয়ঙ্কর বন্যাতে বিপর্যস্ত হয়ে গিয়েছিলো মালদা জেলার প্রায় প্রতিটি ব্লক। ফলে নদীর জল বাড়ায় দেখা দিয়েছে বন্যার ভ্রুকুটি।গঙ্গা নদী ২৩,১৩মিটার ফুলহার ২৫,৬৫ মিটার ও মহানন্দা ১৭,১২ মিটার। তিনটি নদী বয়ছে প্রায় বিপদ সীমার কাছাকাছি।