নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৫শে নভেম্বর :বিবাহ-বহির্ভূত সম্পর্কের অপবাদের প্রতিবাদ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ঝালঝালিয়া এলাকায়। স্বামীর বিরুদ্ধে মারধোর ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রায় প্রতিদিন স্ত্রীকে গালিগালাজ করতেন স্বামী। চলতো মারধোর ও। এরই প্রতিবাদ করেছিলেন স্ত্রী। সেই কারণে স্ত্রীকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ও হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের ঝালঝলিয়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইংরেজবাজার থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Home Uncategorized বিবাহ-বহির্ভূত সম্পর্কের অপবাদের প্রতিবাদ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে