ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম ডাইরেক্টরেটের ৬০ জন ncc ক্যারেড ২৫ জন মেয়ে ও ৩৫ জন ছেলে ফারাক্কা থেকে কোলকাতা পর্যন্ত ৪৩০ কিলোমিটার রাস্তা তারা ভ্রমন করেছে এবং বিভিন্ন এলাকায় জনসচেতনা মুলক প্রচার তারা করবেন। এবং সাফাই অভিযানে অংশ নেবেন তারা। গত ২৫ মে থেকে ফারাক্কায় ৫ দিনের ট্রেনিং এর পরে তাদের এই যাত্রা সুচনা হয়েছে। কাটোয়া. নবদীপ. দক্ষিনেশ্বর হয়ে ১২ জুন কোলকাতা পৌছবেন তারা,