বিয়ারবোঝাই ট্রাক উল্টে গেল কাটনিতে, আহত চালককে ফেলে লুঠে নিল জনতা

বিয়ারবোঝাই ট্রাক উল্টে গেল কাটনিতে, আহত চালককে ফেলে লুঠে নিল জনতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




মধ্যপ্রদেশ – এক অমানবিক ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের কাটনি জেলা। সোমবার দুপুরে একটি বিয়ারবোঝাই ট্রাক জাতীয় সড়কে উল্টে যাওয়ার পর আহত চালক ও খালাসিকে ফেলে রেখে রাস্তায় ছড়িয়ে থাকা মদের বোতল লুঠ করতে ব্যস্ত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। ঘটনাটি ভিডিওতে ধরা পড়েছে এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।ঘটনাটি ঘটেছে কাটনির ছাপারা গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি জবলপুর থেকে ভোপালের হাজারিবাগের দিকে যাচ্ছিল। হঠাৎ করে একটি মহিষ রাস্তার উপর চলে আসায়, চালক প্রাণীটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনার ফলে চালক ও খালাসি ট্রাকের মধ্যে আটকে পড়েন এবং আশপাশে ছড়িয়ে পড়ে শতাধিক বিয়ারের বোতল।
দুর্ভাগ্যজনকভাবে, রাস্তায় ভিড় করা মানুষজন আহতদের সাহায্যের পরিবর্তে ঝাঁপিয়ে পড়ে বিয়ারের বোতল লুঠে নেওয়ায়। কেউ ব্যাগে, কেউ বা কাঁধে বোতল বা ক্রেট তুলে পালিয়ে যায়। মুহূর্তে রাস্তার দৃশ্য এক বিশৃঙ্খল লুঠের মেলায় পরিণত হয়।প্রচণ্ড গরমে (৪০ ডিগ্রি সেলসিয়াস) অতিষ্ঠ মানুষ এই সুযোগে নিজেদের স্বার্থসিদ্ধিতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে, মানবতার ন্যূনতম পরিচয়টুকু দেখায়নি অনেকেই।যদিও প্রথমে কিছু পথচারী আহতদের সাহায্যে এগিয়ে এসেছিলেন, কিন্তু ট্রাকে অ্যালকোহল আছে জানতে পেরে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ডজন ডজন মানুষ বোতল কুড়িয়ে পালাচ্ছেন—সেই চিত্র এখন নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রে।খবর পেয়ে সালিমাবাদ থানার ইনচার্জ অখিলেশ দাহিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের কাটনি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। আবগারি বিভাগও পৌঁছে যায় অবশিষ্ট মদ সুরক্ষিত করতে, তবে তখন পর্যন্ত বিশাল অংশ লুঠ হয়ে গিয়েছিল।মদের ঠিকাদার জানিয়েছেন, এই দুর্ঘটনা ও লুঠের ফলে তাঁদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ইতিমধ্যে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং ভাইরাল ভিডিও ব্যবহার করে সন্দেহভাজনদের শনাক্তে তৎপর হয়েছে।কর্তৃপক্ষ জনসাধারণের কাছে অনুরোধ জানিয়েছে—যাঁরা ভিডিওতে দোষীদের চিনতে পারছেন, তাঁরা যেন এগিয়ে এসে তথ্য দেন, যাতে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top