বীরভূম – বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনা বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামের। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।
ধৃতের নাম আবির শেখ। আক্রান্ত তরুণীও একই গ্রামের বাসিন্দা। শনিবার ওই তরুণী তাঁর বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, তখনই আবির জোরজবস্তি করে কাছের একটি মাঠে নিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন।আবিরের থেকে আচমকা এই প্রস্তাব পেয়ে প্রাথমিকভাবে অবাক হয়ে যান তরুণী। বিয়ের সিদ্ধান্ত বলে কথা, খানিকটা সময়ও চেয়েছিলেন তিনি। কিন্তু আবিরের তর সয়নি। উল্টে বাধা পেয়ে পকেটে রাখা একটি অ্যাসিডের বোতল বার করে ছুড়ে মারেন প্রেমিকার মুখে।
ব্যথায়, জ্বালায়, চিৎকার করতে থাকেন তরুণী। সেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আবির। স্থানীয়রাই আক্রান্ত তরুণীকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যান। এখন সেখানেই চিকিৎসাধীন তিনি।
জানা গিয়েছে, তরুণীর গলার অনেকটা, মুখ পুড়ে গিয়েছে। আক্রান্তের পরিবার এ ব্যাপারে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে ঘটনার নেপথ্যে কোনও অন্য অভিসন্ধি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
