বিনোদন – সদ্য মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। গত ১ নভেম্বর জন্ম হয়েছে তাঁদের কন্যা সন্তান কৃষভির। কিছুদিন বিরতি নেওয়ার পরে, পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যাচ্ছেন কাঞ্চন- শ্রীময়ী। মাঝে মধ্যে নিজেদের জন্য ‘কোয়ালিটি টাইম’ বের করে নিতেও ভোলেন না তাঁরা। বাংলা টেলিভিশনের চেনা মুখ শ্রীময়ী। গর্ভাবস্থার জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন। মেয়ের বয়স ৪ মাস হতেই তাঁর অভিনয় জগতে ফেরার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ডেটে গেলেন কাঞ্চন- পত্নী। তবে সঙ্গে নেই অভিনেতা- বিধায়ক। তাহলে কার সঙ্গে বিশেষ সময় কাটালেন তিনি?
চোখে- মুখে ক্লান্তি। প্রায় ২৪ ঘণ্টা ঘুম নেই। এরই মাঝে একটি ক্যাফেতে চা খেতে গেলেন শ্রীময়ী। তবে কাঞ্চনের সঙ্গে নয়। মায়ের সঙ্গে ডেটে গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, “ডেট নাইট?” অভিনেত্রীর মুখে শোনা গেল, “বিয়ের এক বছর পর ডেটে এসেছি। তাও সেটা কিসের ডেট? চায়ের ডেট। চোখ- মুখ ভীষণ ক্লান্ত লাগছে। তাতে কিছু মনে করবেন না। আসলে আমার মেয়ের তো রাত দেড়টা থেকে দিন শুরু হয়। মোটামুটি ২৪ ঘণ্টা ঘুম হয়নি। তাও ঠিক আছে। ইটস ওকে। বৃষ্টির দিনে চায়ের জন্য কার সঙ্গে?”
এরপরই ক্যামেরা ঘুরিতে মাকে দেখালেন তিনি। জিজ্ঞেস করলেন, “কী খাচ্ছো? ভাল লাগছে…” উত্তরে অভিনেত্রীর মা বলেন, “চা খাচ্ছি, খুব ভাল লাগছে।” এরপর শ্রীময়ী বলেন, “আমরা কৃষভি আর কাঞ্চনকে ছেড়ে সিক্রেট ডেটে এসেছি…। “
