বিশ্বভারতীতে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে গবেষণারত পড়ুয়ারা

দু বছর ধরে ফেলোশিপের টাকা না পেয়ে বিশ্বভারতীতে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে গবেষণারত পড়ুয়ারা। তারা জানায়, ২০১৬ সাল থেকে নিয়ম মাফিক তাদের প্রাপ্য টাকা দিচ্ছেন না কর্তৃপক্ষ।
বিশ্বভারতী সূত্রে ও আন্দোলনকারী পড়ুয়াদের কাছ থেকে জানা গিয়েছে, বিশ্বভারতীতে প্রায় দেড় হাজার গবেষণারত (পি এইচ ডি ও এম ফিল) পড়ুয়া রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী বিশ্বভারতীতে পি এই ডি-র পড়ুয়ারা প্রতি মাসে ৮০০০ টাকা ও এম ফিল-এর পড়ুয়ারা মাসে ৫০০০ টাকা পায়। প্রতি মাসের প্রথম দিকে এই টাকা পড়ুয়াদের একাউন্টে পৌঁছে যায়। কিন্তু, অভিযোগ, ২০১৬ সাল থেকে এই টাকা পাচ্ছেন না। এই বিষয়ে একাধিক বার বিশ্বভারতীর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তারা৷ কর্তৃপক্ষ জানিয়ে ছিল ৩ অক্টোবর পড়ুয়ারা তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। কিন্তু, টাকা না পাওয়ায় এদিন হাতে পোস্টার নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ছাত্রছাত্রীরা। আন্দোলনের ফলে বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম।