বিশ্ব বাইসাইকেল দিবসে ময়দানে সচেতনতায় সাইকেল প্রেমীরা

বিশ্ব বাইসাইকেল দিবসে ময়দানে সচেতনতায় সাইকেল প্রেমীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বিশ্ব বাইসাইকেল দিবসে নতুন প্রজন্মকে বার্তা দিতে সাতসকালে ময়দানে সাইকেল চালিয়ে সচেতনতা ছড়ালেন বাইসাইকেল প্রেমীরা। সোমবার সকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেট থেকে শুরু করে ময়দানের বিভিন্ন পথ ধরে তারা চালান বাইসাইকেল।

এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন বিশিষ্ট পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস ও মলয় মুখোপাধ্যায়, যাঁরা উভয়েই এভারেস্ট জয় করেছেন। তাঁদের বার্তা—“বর্তমান গতির ও চাপের যুগে স্ট্রেস রিলিফের অন্যতম উপায় হতে পারে সাইকেল চালানো। পাশাপাশি, শহরকে দূষণমুক্ত রাখার এক কার্যকর পথ হল সাইকেল ব্যবহার।”

বাইসাইকেল প্রেমীদের মতে, নিয়মিত সাইকেল চালানো যেমন স্বাস্থ্যকর, তেমনই পরিবেশবান্ধব। যানজট ও বায়ু দূষণের জাঁতাকলে পিষ্ট কলকাতাকে মুক্ত রাখতে আগামী প্রজন্মকে বাইসাইকেলের গুরুত্ব বোঝানো এখন সময়ের দাবি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top