বৃদ্ধ বাবাকে চিকিৎসা করাতে এসে পা কাটা গেলো ছেলের

বৃদ্ধ বাবাকে চিকিৎসা করাতে এসে পা কাটা গেলো ছেলের। গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সং লগ্ন ডালিঙ্গা স্টেশনে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জিআরপি ও রেল পুলিশ।
জানা গিয়েছে আহত নাম মঙ্গলু বর্মন(৪৫)। পেশায় চাষী। তার জামাই রিন্টু রায় জানায়,শ্বশুরমশাই হরেন বর্মন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পরেছেন। ফলে তাকে স্থানীয় চিকিৎসকদের দেখান। সেই চিকিৎসক তাকে বেশ কিছু শারীরিক পরীক্ষা লিখে দেন। সেইমতো শনিবার অসুস্থ হরেন বর্মন ছেলে ও জামাই রাধিকাপুর থেকে রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন ধরে কালিয়াগঞ্জে ডাক্তার দেখাতে আসছিলেন। আসার পথে ট্রেনে প্রচন্ড ভিড় ছিল। পথে ট্রেন স্টেশন ছাড়তে ভিড়ের কারণে ট্রেন থেকে পড়ে তলায় পরে যায় মঙ্গলু বর্মন। এরপরে ঘটনা বুঝতে পেরে জামাই ট্রেনের চেন টেনে থামায়। এরপর গুরুতর জখম অবস্থায় মঙ্গলু বর্মনকে উদ্ধার করে। ঘটনাস্থলে কাটা পড়ে মঙ্গলুর একটি পা।এর পরে তাকে উদ্ধার করে স্থানীয় রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা খারাপ থাকায় সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।তার অবস্থা সংকটজনক থাকায় মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাঁকে কলকাতা স্থানান্তর করেণ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও জিআরপি।