শক্তির আরাধনার ঠিক একদিন আগেই মুশোলধারে বৃষ্টি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়।আর এই বৃষ্টির ফলে বেলডাঙ্গা ১নং ব্লকের প্রায় ৩৭টি ইট ভাটার মধ্যে প্রায় সব ভাটাতেই লক্ষ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।সোমবার বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে শুরু হয় ঝড় সহ প্রচণ্ড হারে বৃষ্টি।ইট ভাটার ব্যবসা শুরু হওয়ার মুখেই প্রকৃতির এমন খাম খেয়ালি পানায় আবার নতুন করে আবার কিভাবে ইট তৈরি করার কাজ শুরু করবে সেই চিন্তার ছায়া নেমে এসেছে বেলডাঙ্গা ১নং ব্লকের ইটভাটা মালিকদের মধ্যে।