কলকাতা – বেলঘরিয়া শ্যুটআউটে মূল অভিযুক্ত ইন্দল যাদবকে পাকড়াও করল পুলিশ। আসানসোল থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।
ঘটনায় এর আগে ভিকি যাদব নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ । এতদিন পলাতক ছিল মূল অভিযুক্ত ইন্দল। তাকে খুঁজতে বিহারও রওনা দেয় বেলঘরিয়া থানার বিশেষ তদন্তকারী দল।
পুলিশ সূত্রে খবর, হামলার পর স্কুটার চালিয়ে নিউটাউনের একটি হোটেলে যায় ইন্দল। সেখানেই কাজ করত বেলঘরিয়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত। হোটেলে পোশাক বদলে বিহার পালায় সে। জানা গিয়েছে, ইন্দল-ভিকি ছাড়াও গুলিকাণ্ডে জড়িত রয়েছে আরও এক দুষ্কৃতী।
গত শনিবার বেলঘরিয়ার কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ভরসন্ধ্যায় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা।
হামলায় আহত হন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিং। গুরুতর আহত অবস্থায় বিকাশকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আরজি করে ভর্তি করতে হয়।
তৃণমূল নেতার অভিযোগ, বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আচমকা হামলায় ছোটাছুটি করতে থাকেন আশপাশের মানুষজন। তখনই গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক।
আগরপাড়ার বাসিন্দা সন্তু তাঁর স্ত্রীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে চায়ের দোকানে চা খাচ্চিলেন। তাঁর পেটের পাশ বরাবর গুলি ছুঁয়ে বেরিয়ে যায়। হামলার পর শূন্যে গুলি ছুড়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
বেলঘরিয়ায় শ্যুটআউটের তদন্তে নেমে পুলিশ মনে করছে ত্রিকোণ প্রেমের জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। সূত্র মারফৎ খবর, এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ এবং ইন্দলের বিবাদের শুরু।
