নিজস্ব সংবাদদাতা,বেলডাঙা, ১৭ই ডিসেম্বর : বেলডাঙা মির্জাপুর গ্রামের একটি ইটভাটা থেকে প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ। সোমবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়।
গোপন সুত্রে খবর পেয়ে রবিবার দুপুরে বেলডাঙা মির্জাপুর গ্রামের একটি ইট ভাটা থেকে পুলিশ গাজিউল রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ১টি 9mmপিস্তল, ১টি 7mm পিস্তল, ৬টি পাইপ গান ও ছয় রাউন্ড গুলি । ধৃত দুষ্কৃতি বেলডাঙা মির্জাপুর বাঁধপাড়া এলাকার বাশিন্দা বলে পুলিশ সুত্রে খবর। সোমবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়।